- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- নির্মলেন্দু গুণ
- শামসুর রাহমান
- ফরহাদ মজহার
প্রশ্নঃ একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের ‘কখন’ আসবে কবি’?
উত্তরঃ নির্মলেন্দু গুণ
ব্যাখ্যাঃ স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
কবি- নির্মলেন্দু গুণ
একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’