২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

by | Feb 6, 2023 | গণিত

২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

  • ১৫.৫সে.মি
  • ১৫.৪সে.মি
  • ১৫.৯৫সে.মি
  • ১৫.৫৫সে.মি

Ans: ১৫.৯৫সে.মি

ব্যাখ্যা: 

এটি একটি গড় অংক।

গড় অংকে গড় দেয়া থাকলে মোট বাহির করার জন্য গুণ দিতে হয়।

২০০০ সাল ছিল ‘লিপইয়ার’।

তাই গড় বৃষ্টি .৫৫ কে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৯ দিয়ে গুণ করলেই উত্তর পাওয়া যাবে।

ABOUT THE AUTHOR

Mitu Khatun

Hi, I am Mitu. I love to travel to the most beautiful natural places in this world.