নিচের কোন সংখ্যাটি মৌলিক?
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
- ৯১
- ১৪৩
- ৪৭
- ৮৭
Ans: ৪৭
ব্যাখ্যা:
যে সকল সংখ্যা ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ঐ সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। ৪৭ তেমনি একটি সংখ্যা। যা ১ এবং ৪৭ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ১থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হলো – ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা – ২৫ টি।
১ হতে ১০০ পর্যন্ত যৌগিক সংখ্যা – ৭৩ টি।
অন্য পদ্ধতিঃ যে সংখ্যা কে ২,৪,৫,৭ও১৭ এর মধ্যে যে একটি দিয়েও ভাগ করলে পূর্ণ সংখ্যা না হলে সেটি মৌলিক সংখ্যা।
প্রশ্নে শুধু ৪৭ কে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না তাই এটি মৌলিক সংখ্যা।

Make Your Exam.com is a comprehensive online learning platform that provides people with the tools and resources they need to succeed in their academic journey. We empower learners of all ages with the power of personalized education, enabling them to make informed decisions when it comes to study materials, test prep strategies, and more.