কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর স্মারক নং-০১.০০১.১৯.২৫২/১, তারিখ ০৩/০৭/২০२ অনুযায়ী ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার, কর অঞ্চল-৯, ঢাকা এর অধীনে গ্রেড- ১৩ হতে গ্রেড- ২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাক বিভাগের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে (http://tax9.teletalk.com.bd) ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে সরখার আহ্বান করা যাচ্ছেঃ
চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
জেলাঃ | সকল জেলা |
প্রতিষ্ঠানঃ | কর কমিশনারের কার্যালয় |
পদের সংখ্যাঃ | ৩৮ জন |
বয়সঃ | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিজ্ঞপ্তিতে দেখুন |
আবেদনের শেষ তারিখঃ | ৬ জুন ২০২৩ |
আবেদনের মাধ্যমঃ | অনলাইনে |
আরও দেখুনঃ
- ইউনিয়ন পরিষদ সচিব পদে জনোবল নিয়োগ দেবে জেলা প্রশাসক কার্যালয়, বেতন গ্রেড-১৪
- একাধিক পদে জনোবল নিয়োগ দেবে পৌরসভা কার্যালয়, বেতন গ্রেডঃ ৮-৯ তম
- আকর্ষণীয় বেতনের চাকরি দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, আবেদন শেষ ২৯-০৬-২০২৩ খ্রিঃ
- একাধিক পদে লোকবল নিয়োগ দেবে রাজশাহী ডিসি অফিস কার্যালয়, বেতন- ২০,০১০ টাকা
- বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (বিকেকেবি) নিয়োগ ২০২৩ (পদসংখ্যাঃ ৫৭টি)