কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শাখা-৩ (আয়কর স্মারক নম্বর: ০৮.০০.০০০০.০৩৭.১১.০০১.১৯,৩৫০/১ (৩), তারিখঃ ২২/০৯/২০২২ এবং জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নম্বর: ০৮.০১.০০০০.022.02.025.21.135/১(২), তারিখঃ ০১/১০/২০২২ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল- ১১. ঢাকা এর শূন্য পদে বিধি মোতাবেক জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে ঢাকা বিভাগের স্থায়ী প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্তসাপেক্ষে Online-এ (http://tax11.teletalk.com.bd ওয়েবসাইটে) পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
জেলাঃ | সকল জেলা |
প্রতিষ্ঠানঃ | কর কমিশনারের কার্যালয় |
পদের সংখ্যাঃ | ৫৯ জন |
বয়সঃ | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিজ্ঞপ্তিতে দেখুন |
আবেদনের শেষ তারিখঃ | ২২ মে ২০২৩ |
আবেদনের মাধ্যমঃ | অনলাইনে |
কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আরও দেখুনঃ