- নাগাসাকি
- হিরোশিমা
- ঢাকা
- নিউইয়র্ক
প্রশ্নঃ স্ট্যাচু অব পিস কোন শহরে অবস্থিত?
উত্তরঃ নাগাসাকি
ব্যাখ্যাঃ
ষ্টাচু অব লিবার্টি নাগাসাকি শহরে অবস্থিত ।
১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকি তে ফ্যাট ম্যান নামক আণবিক বোমা ফেলা হলে লাখো মানুষ প্রাণ হারন । এর বিপক্ষে জনমত গড়ে তুলতে ১৯৫৫ সালের নাগাসাকি পিস পার্ক নির্মাণ করা হয় । ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্তী শেখ হাসিনা জাপানের সফরকালে এ পার্ক বাংলাদেশের একটি ভাষ্কর্য স্থাপনের ইচ্ছা প্রকাশের মাধ্যমে শান্তির পক্ষে তার অবস্থান তুলে ধরেন । জাপানের নাগাসাকি পিস পার্কে বিশ্বের ১৬ টি দেশের ভাষ্কয স্থান পেয়েছে । এখানে পোলাসি ও ্টিালি ভাষ্কযের মাঝে শান্তির প্রতীক হিসাবে বাংলাদেশের ভাষ্কযটি স্থাপন করা হবে ।