- লর্ড কার্জন
- রাজা পঞ্চম জর্জ
- লর্ড মাউন্ট ব্যাটেন
- লর্ড ওয়াভেল
প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
উত্তরঃ রাজা পঞ্চম জর্জ
ব্যাখ্যাঃ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। উল্লেখ্য, ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতে লর্ড কার্জন সমগ্র বাংলাকে দুটি প্রদেশে ভাগ করে। একটিতে থাকে পূর্ব বাংলা ও আসাম এবং অন্যটিতে থাকে পশ্চিম বাংলা। বাংলার এ বিভক্তি বঙ্গভঙ্গ নামে পরিচিত।