জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

by | Aug 22, 2022 | সাধারণ জ্ঞান, Others, বাংলাদেশ

  •  ৪৬.৫ মিটার
  •  ৪৬ মিটার
  •  ৪৫.৭২ মিটার
  •  ৪৫ মিটার

প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তরঃ ৪৫.৭২ মিটার
ব্যাখ্যাঃ
সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার উচ্চতা বিশিষ্ট এতে সাতটি ফলক রয়েছে।

ABOUT THE AUTHOR

Admin