WHO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?

by | Aug 22, 2022 | সাধারণ জ্ঞান, Others

  •  নিউইয়র্ক
  •  জেনেভা
  •  ভিয়েনা
  •  আসলো

প্রশ্নঃ WHO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তরঃ জেনেভা
ব্যাখ্যাঃ
WHO – এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ৭ এপ্রিল ১৯৪৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

WHO – এর পূর্ণরূপ – World Health Organisation.

জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।

ABOUT THE AUTHOR

Admin