পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

by | Aug 22, 2022 | সাধারণ জ্ঞান, Others, Primary Exam

  •  ইস্কান্দার মীর্জা
  •  চৌধুরী খালেকুজ্জামান
  •  সোহরাওয়াদী
  •  এ কে ফজলুল হক

প্রশ্নঃ পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তরঃ চৌধুরী খালেকুজ্জামান
ব্যাখ্যাঃ পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালেকুজ্জামান।

খালিকুজ্জামান পাকিস্তান মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট। ১৯৫৩ সালের ৩১ মার্চ থেকে ১৯৫৪ সালের ২৯ মে পর্যন্ত তিনি পূর্ব বাংলার গভর্নর হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৯৬৪ সালে পাথওয়ে টু পাকিস্তান নামে তার স্মৃতিকথা প্রকাশিত হয়। ১৯৬৭ সালে শাহরাহায় পাকিস্তান শিরোনামে বইয়ের উর্দু সংস্করণ প্রকাশিত হয়।

ভারতের স্বাধীনতার মুহূর্তে ১৯৪৭ সালের ১৪ আগস্ট সংসদে ভাষণ দেয়া চারজন ব্যক্তির মধ্যে তিনি অন্যতম। অন্য তিনজন ব্যক্তি হলেন জওহরলাল নেহরু, ড. রাজেন্দ্র প্রসাদ ও ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

ABOUT THE AUTHOR

Admin