cPanel কি? – বর্তমান সময়ে সবারই কমবেশি জানা- সি প্যানেল হলো লিনাক্স কার্নেল এর অপারেটিং সিস্টেম CentOS, CloudLinux এবং Red Hat এর ব্যবহৃত ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল। যার মাধ্যমে খুব সহজে ও সুন্দরভাবে ওয়েব সার্ভার পরিচালনা করা সম্ভব হয়।
অনেকেই জানতে আগ্রহী সি প্যানেল কি? cPanel কি কাজ করে? সি প্যানেল কেন ব্যবহার করা হয়? কেন সি প্যানেল এতটা জনপ্রিয় ইত্যাদি। তাই আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব– cPanel কি? সি প্যানেল এর কাজ কি? এবং আরো বিস্তারিত বিষয়াবলি সম্পর্কে। তাই আপনারা যারা এর সম্পর্কে এ টু জেড জানতে চান তারা অবশ্যই আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। সো লেটস স্টার্টেড।
আরও দেখুনঃ প্রকল্প কাকে বলে | প্রকল্প কি | প্রকল্পের বৈশিষ্ট্য, ধরন ও জীবনচক্র
আরও দেখুনঃ মূলধন কাকে বলে ?
cPanel কি?
সি প্যানেল হলো– একটি কন্ট্রোল প্যানেল। যার সাহায্যে ওয়েব হোস্টিং ম্যানেজ করা সম্ভব হয়। এক কথায়- সি প্যানেল হচ্ছে একটি ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সফটওয়্যার, যা সি-প্যানেল এল এল সি নামক কোম্পানি তৈরি করেছে।
আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন এবং নিয়মিত বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকেন নিজেদের প্রয়োজনে, তারা অবশ্যই কমবেশি এটা জেনে থাকবেন– সেই ওয়েবসাইটগুলো ইন্টারনেটে ওয়েব সার্ভারে হোস্ট করা থাকে। আর সার্ভারগুলো সব সময় চালু থাকার কারণ অর্থাৎ অনলাইনে অ্যাক্টিভ থাকার কারণ হচ্ছে, এই কন্ট্রোল প্যানেল।
এটি একটি পেইড অ্যাপ্লিকেশন, যা অধিকাংশ হোস্টিং কোম্পানি ব্যবহার করে থাকে। এটি মূলত সার্ভার সেটআপ থেকে শুরু করে ওয়েবসাইট লাইভ করা পর্যন্ত সকল কাজ করে। এই সি প্যানেল এর থ্রি টায়ার স্ট্রাকচার একজন সার্ভার ওনার কে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেয়, যেটা আনলিমিটেড। এই সি প্যানেলে মূলত রয়েছে–
- জিইউআই (GUI)
- এপিআই (API)
- এবং কমান্ড লাইন ইন্টারফেস।
সি-প্যানেল কত প্রকার ও কি কি?
সি প্যানেল সাধারণত দুই প্রকার। যথা:-
- Root and Resellar Admin Panel (WHM)
- customer control panel (cPanel)
রুট এন্ড রিসেলার এডমিন প্যানেল
এটি মূলত সার্ভারের এডমিনকে নিয়ন্ত্রণ করে থাকে। একটি সার্ভারে কতগুলো ওয়েবসাইট রয়েছে তার সমস্ত ডিটেলস, ওয়েবসাইটের সমস্ত তথ্য এবং সার্ভার কনফিগারেশন এর সকল তথ্য রুট অ্যাডমিন নিয়ন্ত্রণ করে। অপরদিকে রিসেলার এডমিন রুট এডমিনদের কাছ থেকে রিসেলার hosting নিয়ে থাকে। পরবর্তীতে রিসেলার এডমিনরা সাধারণ ইউজারদেরকে সি প্যানেল ভাগাভাগি করে দেন। আর এই সি প্যানেলে কিছু ফিচার থেকে থাকে যেগুলো ওয়েবসাইটের প্রয়োজনে ইউজাররা নিজেদের সুবিধামতো ব্যবহার করতে পারে।
কাস্টমার কন্ট্রোল প্যানেল
সি প্যানেল যেটা সাধারণ ইউজাররা হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে নিয়ে থাকে। একটি সি প্যানেলে মূলত বেশ কিছু ফিচার থেকে থাকে। সেগুলো হলো:
- File manager
- Images
- Directory Privacy
- Disk Usage
- Web Disk
- FTP Account
- FTP Connections
- Backup
- File Restoration
- FTP Connections
সি প্যানেলে এর কাজ কি?
সি প্যানেলের কাজ হলো- ওয়েব হোস্টিং ম্যানেজ করা। একটি ওয়েবসাইট অথবা অ্যাপ অনলাইনে হোস্ট করতে সার্ভারে আপলোড করার প্রয়োজন পড়ে। যদিও আপলোড করার জন্য এফটিপি সার্ভিস ইউজ করা যায়, তবুও এর বাইরেও অনেক অনেক কাজ করতে হয় সচরাচর। আর তাই সি প্যানেলের প্রয়োজনীয়তা অনেক।
আপনি হয়তো স্বল্প বিস্তর জেনে থাকবেন, সবার প্রথমে একটি ওয়েবসাইট সঠিকভাবে ক্রিয়েট করার জন্য হোস্টিং এর সাথে ডোমেইন এড করতে হয়। যদি একই কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং কেনা হয় তাহলে সেটআপ করার প্রয়োজন পড়ে না। কিন্তু আলাদা আলাদা কম্পানি থেকে কিনে থাকলে তখন অবশ্যই সেটআপ করার প্রয়োজন পড়ে।
আর সেই সকল বিষয় সি প্যানেলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে এডিট করার সুযোগ পাবেন অর্থাৎ আপনি আপনার হোস্টিংকে রক্ষণাবেক্ষণ করতে পারবেন এবং কনফিগারেশন করার জন্য সি প্যানেল ব্যবহার করতে পারবেন। মোট কথা সি প্যানেলের কাজ হল ওয়েব হোস্টিংকে কন্ট্রোল করা। এটি একটি পেইড সফটওয়্যার যার সাহায্যে যে কোন কোম্পানির হোস্টিং রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়ে থাকে।
সি প্যানেল এর ব্যবহার
এ পর্যন্ত আমরা সি প্যানেল কি এবং সি প্যানেল কি কাজ করে এ বিষয়ে বিস্তারিত জেনেছি। এ পর্যায়ে জানবো কেন ব্যবহার করা হয় সি প্যানেল অর্থাৎ সি প্যানেলের ব্যবহার কি?
মূলত আপনি যখন কোন ওয়েবসাইট তৈরি করতে চান তখন সবার প্রথমে ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন পড়বে এটা নিশ্চয়ই জানেন। তো যখন ডোমেইন কেনা হয় একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, তখন তার একটা কন্ট্রোল প্যানেল থেকে থাকে। আর সেই কন্ট্রোল প্যানেল টি সঠিকভাবে ডোমেনটিকে অনলাইনে থাকতে সহায়তা প্রদান করে।
ঠিক একইভাবে ওয়েবসাইট সঠিকভাবে ইন্টারনেটে অনলাইন থাকার জন্য নেওয়া হয়ে থাকে হোস্টিং স্পেস। আর এর মাঝেও বেশ কিছু সেটিং এর কাছ থেকে থাকে। যেমন আলাদা ডোমেইন হোস্টিং প্রোভাইডার হলে হোস্টিংয়ের সাথে ডোমেইন সেটআপ করার দরকার পরে। এছাড়াও যাবতীয় সেটিং-এর ব্যবস্থা থেকে থাকে এসি প্যানেলে।
অর্থাৎ সি প্যানেল ব্যবহার করার অন্যতম প্রধান কারণ সঠিকভাবে সার্ভার সেটআপ করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা। যা একটি ওয়েবসাইটকে সম্পূর্ণভাবে ভালো রাখতে সহায়তা প্রদান করে।
আরও দেখুনঃ বিকাশ লাইভ চ্যাট
সি প্যানেলের জনপ্রিয়তার কারণ কি?
এই সি প্যানেলের কদর অনেক বেশি। আর তাই ইউজারদের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন এসে থাকে। অনেকেই জানার আগ্রহ প্রকাশ করে সিপ্যানেল কেন জনপ্রিয়? মূলত সি প্যানেলের পপুলারিটির প্রধান কারণ ওয়েব হোস্টিং ম্যানেজ করার জন্য যা যা অপশন বা টুলস এর দরকার পরে তার সবকিছুই রয়েছে এই প্যানেলটিতে। সি প্যানেলে প্রতিটি অপশন এবং টুলস ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা ভাবে বিভক্ত করা। আর বিভক্ত হওয়ার কারণে সহজেই নেভিগেট করা সম্ভব হয়। এখানে সকল প্রকার অপশন ও টুলস গুলো একসঙ্গে পাওয়ার সুবিধে রয়েছে যে কারণে অন্য কোথাও খোঁজার প্রয়োজন পড়ে না। সুতরাং ভালো সার্ভিস দেওয়ার কারণেই সি প্যানেলের এতটা জনপ্রিয় এবং ইউজারদের কাছে এতটা পরিচিত।
সি প্যানেল লগইন করার নিয়ম
অনেকেই জানেন না কিভাবে সি প্যানেলে লগইন করতে হয়। তাই এ পর্যায়ে আমরা ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দেব সি প্যানেলে লগইন করার সঠিক নিয়ম। প্রথমত: আপনার ডোমেইন নামের সাথে সি প্যানেল অ্যাড করতে হবে। মনে করুন- আপনার ডোমেইন নেম lifeted.com এক্ষেত্রে আপনি যদি আপনার ডোমেইন নেম এর সাথে Cpanel add করেন এবং ইন্টার চাপেন তাহলেই চলে আসবে লগইন পেজ।
দ্বিতীয়তঃ লগ ইন পেজ আসার পরবর্তীতে আপনার হোস্টিং কেনার সময় ব্যবহৃত ইউজারনেম আর পাসওয়ার্ড জায়গা মত বসিয়ে দিতে হবে।
তৃতীয়ত: ট্রাপ করতে হবে লগইন অপশনে। যদি আপনার পাসওয়ার্ড এবং ইউজারনেম ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি সহজেই লগইন করতে পারবেন।
আশা করি মাত্র এই সহজ তিনটি স্টেপ ফলো করে আপনি খুব সহজেই লগইন করতে পারবেন সি প্যানেলে।
সি প্যানেলের ধরন কয়টি ও কি কি?
সি প্যানেলের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি। তবে এ পর্যায়ে আমরা জানব– সি প্যানেলের ধরন সম্পর্কে। কেননা দুটি ধরন রয়েছে এই সি প্যানেলের। সেগুলো হলো–
- পেইড সি প্যানেল
- ক্র্যাক সি প্যানেল
এখানে সি প্যানেল হল একটি পেইড হোস্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যার। যার ডিমান্ড অনেক বেশি। যেটি ব্যবহারের জন্য প্রতি মাসে ২২ ডলারের মত খরচ পড়ে। অপরদিকে ক্র্যাক সি প্যানেল হল– সেই সকল প্যানেল, যেগুলো অনেকটা আন প্রফেশনাল হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে। এক কথায়– আন প্রফেশনাল হোস্টিং সার্ভিস প্রোভাইডাররা পেইড সিপ্যানেল এর বদলে যে ক্র্যাক সফটওয়্যার এর সার্ভিস প্রদান করেন সেটাই হল ক্রাক সি প্যানেল। তাই আপনি যদি নিরাপত্তার কথা চিন্তা করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত পেইড সি প্যানেল।
পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বৃন্দ, এই ছিল আমাদের cPanel কি? সি প্যানেল এর কাজ কি? সম্পর্কিত আজকের আর্টিকেল। যদি কোন cPanel কি? সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যেকোনো আর্টিকেলের নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।