- poor
- callous
- foolish
- rich
প্রশ্নঃ Penny wise pound-
উত্তরঃ foolish
ব্যাখ্যাঃ ‘Penny wise pound foolish’ শব্দসমষ্টি দ্বারা এমন এক পরিস্হিতিকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি ছোটখাটো বিষয়ে অত্যন্ত যত্নশীল, কিন্তু বড় বিষয়ে অমনোযোগী। অর্থাৎ ব্যক্তি সামান্য খরচ করার সময় সাশ্রয়ী কিন্তু বড় খরচের বেলায় উদার। সুতরাং সঠিক উত্তর thirfty with small accounts but profligate with large amounts।