একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
- মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
- চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
- দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
- কোনোটিই নয়
Ans: চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
ব্যাখ্যাঃ হাতলের ব্যাস যত বেশি হবে স্ক্রু – ড্রাইভারের যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। এজন্য মোটা হাতলওয়ালাটি দিয়ে কাজ করা সহজ। তাই চিকন হাতলের ড্রাইভারকে বেশি ঘুরাতে হবে।