- বহুব্রীহি
- কর্মধারয়
- দ্বন্দ্ব
- তৎপুরুষ
প্রশ্নঃ ‘কুশীলব’ শব্দটি কোন সমাসের অন্তর্গত?
উত্তরঃ দ্বন্দ্ব
ব্যাখ্যাঃ
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয়(কখনো বিয়োজক)দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
উদাহরণ
কুশীলব = কুশ ও লব,
দম্পতি = জায়া ও পতি,
আমরা = তুমি, আমি ও সে,
জন মানব = জন ও মানব,
সত্যাসত্য = সত্য ও
অসত্য,
ক্ষুৎপিপাসা = ক্ষুধা ও পিপাসা,
হিতাহিত = হিত ও অহিত,
অহি নকুল = অহি ও নকুল,
তরু লতা = তরু ও লতা,
সাত সতের = সাত ও সতের,
লাভালাভ = লাভ ও অলাভ।