‘ সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

by | Aug 23, 2022 | বাংলা, BCS, Others

  •  রূপতত্ত্ব
  •  ধ্বনিতত্ত্ব
  •  পদক্রম
  •  বাক্য প্রকরণ

প্রশ্নঃ ‘ সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যাঃ ধ্বনিতত্ত্বে আলোচিত হয় – ধ্বনি,সন্ধি, ণত্ব – ষত্ব বিধান; রূপ বা শব্দতত্ত্বে আলোচিত হয় – লিঙ্গ, পুরুষ, সমাস,বচন,কারক ও বিভক্তি; বাক্যতত্ত্বে – পদ বিন্যাস, বাক্য ও বাক্য বিন্যাস।

ABOUT THE AUTHOR

Admin