‘মনীষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

by | Aug 23, 2022 | বাংলা, Others, Primary Exam

  •  মন + ইষা
  •  মনস + ঈষা
  •  মন + ঈষা
  •  মনস + ইষা

প্রশ্নঃ ‘মনীষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মনস + ঈষা
ব্যাখ্যাঃ বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি = বৃহস্পতি; মনস + ঘষা = মনীষা; ষট্ + দশ = ষোড়শ ইত্যাদি।

ABOUT THE AUTHOR

Admin