“টাকায় টাকা আনে”-এখানে ‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?

by | Aug 23, 2022 | বাংলা, Others, Primary Exam, সাধারণ জ্ঞান

  •  কর্তৃকারকে ৭মী
  •  কর্মকারকে ৭মী
  •  অপাদানে ৭মী
  •  করণ কারকে ৭মী

প্রশ্নঃ “টাকায় টাকা আনে”-এখানে ‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ  কর্তৃকারকে ৭মী
ব্যাখ্যাঃ বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক । অর্থাৎ বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে । বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক । বাক্যের ক্রিয়াকে কে/কারা দিয়ে প্রশ্নের উত্তরে কর্তৃকারক পাওয়া যায় । যেমন: টাকায় টাকা আনে । এ বাক্যে যদি প্রশ্ন করা হয় ‘কে টাকা আনে?’ উত্তর পাই টাকায় । এখানেই টাকাই কর্তা এবং এটি কর্তৃকারক ।

ABOUT THE AUTHOR

Admin