- আরবী
- ফারসি
- ফরাসি
- গুজরাটি
প্রশ্নঃ ‘চশমা’ কোন ভাষার শব্দ ?
উত্তরঃ ফারসি
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় আগত ফারসি শব্দ সমূহ – ০১. ধর্ম সংক্রান্তঃ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা। ০২.প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসিদ। ০৩. বিবিধ শব্দঃ আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, শয়তানি, হাঙ্গামা, পেরেশান।