- সোনার তরী
- নতুন
- প্রাণ
- পুরাতন
প্রশ্নঃ ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,’–চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে?
উত্তরঃ প্রাণ
ব্যাখ্যাঃ “মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবার চাই, “
– চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের “প্রাণ” কবিতায় উল্লেখ আছে। “প্রাণ ” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।