”পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের প্রেক্ষাপট-

by | Aug 22, 2022 | বাংলা, Others

  •  মুক্তিযুদ্ধের প্রস্তুতি
  •  মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
  •  মুক্তিযুদ্ধের শেষ
  •  দেশ গড়া

প্রশ্নঃ ”পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের প্রেক্ষাপট-
উত্তরঃ মুক্তিযুদ্ধের শেষ
ব্যাখ্যাঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট ‘মুক্তিযুদ্ধের শেষ’।

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটি তার মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা সবচেয়ে সার্থক মঞ্চ সফল নাটক। লেখক এইটি কাব্যনাট্য আঙ্গিকে লিখেছেন। উত্তর বাংলার আঞ্চলিক শব্দের ব্যবহার রয়েছে এ নাটকে। গতিশীল ভাষার ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধকালীন বাস্তবতার কুশলী প্রয়োগ ঘটেছে এ নাটকে। যুদ্ধশেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশ এর সময়কার ঘটনা এখানে সংলাপ ব্যবহারের কুশলতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কাব্যনাট্যে বাঙালির দেশপ্রেম, দেশের শত্রুর প্রতি প্রবল ঘৃণা এবং আক্রোশের সাথে বাঙ্গালির সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে।

ABOUT THE AUTHOR

Admin