‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ —– এ গানের প্রথম সুরকার কে?

by | Aug 22, 2022 | বাংলা, BCS, Others

  •  আবদুল গাফফার চৌধুরী
  •  আসাদ চৌধুরী
  •  আলতাফ মাহমুদ
  •  আবদুল লতিফ

প্রশ্নঃ ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ —– এ গানের প্রথম সুরকার কে?
উত্তরঃ আবদুল লতিফ
ব্যাখ্যাঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ‘ গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। দ্বিতীয় দফায় গানটিতে সুরারোপ করেন আলতাফ মাহমুদ। প্রথম পর্যায়ে কণ্ঠশিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয় । গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।

ABOUT THE AUTHOR

Admin