- গেরাম
- চামার
- মাটি
- নারিকেল
প্রশ্নঃ নিচের কোনটি তৎসম শব্দ?
উত্তরঃ নারিকেল
ব্যাখ্যাঃ তৎসম অর্থ তার (তৎ) সম ( সমান) যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে , সেসব শব্দকে বলে তৎসম শব্দ যেমন: নারিকেল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র , মনুষ্য ব্যাকরণ ইত্যাদি।