‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত—–
- কবিতার নাম
- গল্প সংকলনের নাম
- উপন্যাসের নাম
- কাব্য সংকলনের নাম
Ans: উপন্যাসের নাম
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, চোখের বালি, চার অধ্যায় ইত্যাদি।
উপন্যাসের চরিত্রঃঃ অমিত লাবন্য