বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক—–
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বিষ্ণু দে
- সুধীন্দ্রনাথ দত্ত
- বুদ্ধদেব বসু
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: প্রথম বাংলায় টিএস ইলিয়টের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি এস এলিয়ট – এর The Journey of the Magi কবিতার অনুবাদ করা হয়েছিলো। রবীন্দ্রনাথ তার “পুনশ্চ” কাব্যে “তীর্থযাত্রী” কবিতা নামে এটি সংকলন করেছিলেন।